|

শিল্পপতি আলহাজ্ব মোস্তাক হোসেন পরিচালিত আল আলাম মিশনে ইফতার মজলিস

রঙ্গিলা খাতুন, রানীনগর 

রবিবার পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে মুর্শিদাবাদ জেলার রামনগর আল আলাম মিশনের অভিভাবক ছাত্র  শিক্ষক এবং এলাকার সুধীজনদের নিয়ে পবিত্র ইফতার মজলিস অনুষ্ঠিত হলো। এদিনের এই ইফতার মজলিসে উপস্থিত ছিলেন - বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুজিবর রহমান, আল আলাম মিশনের ডিরেক্টর মাহবুব মুর্শিদ, ডোমকল মহকুমার পুলিশ আরক্ষা আধিকারিক ফারুক মুহাম্মদ চৌধুরী, রানীনগর থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস, আইনজীবী ফেরদৌস ওয়াহিদ সিদ্দিকী, মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য তজিমুদ্দিন খান, বিডিও পার্থ চক্রবর্তী প্রমুখ। এ দিনের এই মহতি মজলিস থেকে গোটা দেশবাসীকে সম্প্রীতি এবং ভালোবাসার মেলবন্ধনের বার্তা দেওয়া হয়।