উম্মার সেখ, জীবন্তি
প্রতি বছরের মতো এ বছরেরও শ্রদ্ধার সঙ্গে পালিত হল শিক্ষক দিবস। চেতনার শিক্ষার্থীদের পক্ষ থেকে সমাজের বিশিষ্ট শিক্ষক দের দেওয়া হল বিশেষ সম্মান।
শিক্ষা বলতে শুধু পুঁথিগত বিদ্যা নয়, জীবনের প্রতি মুহূর্তি প্রতিটি মানুষ কিছু না কিছু শিখে চলেছেন। শিক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষকই পৃথিবীর একমাত্র সম্পদ।
উল্লেখ্য ১৯৬২ সালের ৫ সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে প্রথমবার ভারতে শিক্ষক দিবস পালিত হয়। রাধাকৃষ্ণন চেয়েছিলেন, তাঁর জন্মদিন ধুমধাম করে উধযাপন না করে, ছাত্ররা যেন এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করে!
এই শিক্ষক দিবস উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরেরও কান্দির জীবন্তি চেতনা শিক্ষা নিকেতনের ছাত্র ছাত্রদের নিয়ে কবিতা আবৃত্তি, গান এবং শিক্ষকদের সম্বর্ধনা মাধ্যমে শিক্ষক দিবস পালন করা হয়।
এছাড়াও শিক্ষক এবং শিক্ষার্থীদের বক্তব্যের মধ্য দিয়ে পড়াশোনার সঙ্গে সামাজিক দায়িত্ব বিষয় আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক তোকাজ্জুমান সেখ, রাহিবুল সেখ, আরজুমা খাতুন, গৌর মন্ডল , সুমিত মন্ডল , আইজদ্দিন সেখ, প্রীতম মন্ডল, প্রমুখ্য।