উম্মার সেখ, বহরমপুর
হন্যে হয়ে খুঁজেও মিলছিল না AB নেগেটিভ গ্রুপের রক্ত, পরিবারের লোকজন বিভিন্ন যায়গায় খোঁজা খুঁজি করার পর মিলেনি রক্ত। দিশহারা ছেলে। অবশেষে কান্দি থানার আই সি সুভাষ চন্দ্র ঘোষের সহযোগীতায় মাঝরাতে রক্তদান করে মুমূর্ষ রোগীকে প্রাণে বাঁচালেন কান্দি থানার সিভিক ভলেন্টিয়ার। আবারও দেখা গেল পুলিশের মানবীক মুখ।
জানা গিয়েছে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন ৪৭ বছরের অসুস্থ টুলুরানী দাস। তার খুব রক্তের প্রয়োজন তাও আবার বিরল গ্রুপের রক্ত AB নেগেটিভ, কিন্তু বহরমপুর ব্লাড ব্যাংক এ ওই গ্রুপের রক্ত না থাকায় রোগীর পরিজনেরা হন্যে হয়ে খুঁজতে থাকেন রক্ত । পরিবারের অসুবিধার কথা বিশেষ সুত্রে প্রথমে জানতে পারেন মুর্শিদাবাদ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের এরপর অতিরিক্ত পুলিশ সুপার তৎক্ষণাতি কান্দি থানার আই সি সুভাষচন্দ্র ঘোষ কে ফোন করে জানান পুরো ঘটনা । রাত তখন ১২ টা বাজে।
কান্দি থানার আইসি দেরি না করে নিজে উদ্যোগ নিয়ে কান্দি থানার শংকর মন্ডল নামের এক সিভিক ভলেন্টিয়ারকে তড়িঘড়ি বহরমপুরের ব্লাড ব্যাঙ্কে পাঠান এবং ওই সিভিক ভলেন্টিয়ার রাত্রি ২ টো নাগাদ AB নেগেটিভ রক্ত দান করে মুমূর্ষ রোগী টুলুরানী দাসকে রক্তদান করে প্রাণ বাঁচিয়ে নজির গড়লেন সিভিক ভলেন্টিয়ার্স শংকর মন্ডল। পুলিশের এই মানবিকতা সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। পরিবারের পক্ষ থেকে পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জানিয়েছেন।