|

সভায় যোগদানে অধীরকে বাধা ! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বহরমপুরে

এজাজ আহম্মেদ , বহরমপুর

নিজের গড়ে পুলিশের বাধার মুখে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। দুর্নীতির অভিযোগে ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতিতে স্মারকলিপি জমা দিতে গিয়ে বাধার মুখে পড়লেন তিনি। বহরমপুরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন কংগ্রেস সাংসদ।
 পুলিশি বাঁধার মুখে পড়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সঙ্গে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। 
জানা যাচ্ছে, ভাগিরথীর দুগ্ধ সমবায় সমিতির তরফে একটি সভায় প্রধান বক্তা হিসাবে আমন্ত্রিত ছিলেন অধীর চৌধুরী। কিন্তু শুক্রবার সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কে অধীরের কনভয় উঠতেই পুলিশ বাধা দেয়। গাড়ি থেকে নেমে কর্মী সমর্থকদের নিয়ে হেঁটেই সভাস্থলে যাচ্ছিলেন অধীর চৌধুরী। পুলিশ পথ আটকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত সমবায়ের অফিসের সামনে পৌঁছে আসে। পরে বিক্ষোভকারীদের মধ্যে থেকে পাঁচ জন অফিসে গিয়ে স্বারকলিপি জমা দিয়ে আসেন।
   সাংসদ অধীর চৌধুরীর অভিযোগ, "পুলিশ বেআইনি ভাবে তাঁদের আটকেছে। এখানে পুলিশ, জেলাশাসক কোনও নিয়ম মানে না। কেউ আইন জানে না। যা খুশি তাই হচ্ছে। এ ভাবে চলতে পারে না। দুগ্ধ চাষিদের সঙ্গে অন্যায় হচ্ছে। তারই প্রতিবাদ জানাচ্ছিলেন তারা। তাঁদের উপর এ রকম আক্রমণ মেনে নেওয়া যায় না। চাষিদের পয়সায় গড়ে তোলা সমিতিতে যদি চাষিরা প্রবেশ করতে না পারেন, এর থেকে লজ্জার আর কিছু নেই। জেলাশাসক ও পুলিশ একটি দলের হয়ে কাজ করছে, যা নিন্দনীয়।"