|

একহাত জমি নিয়ে বিবাদ, পারিবারিক বিবাদে জেরে সংঘর্ষে মৃত এক

রঙ্গিলা খাতুন , কান্দি 

রাস্তার জমি সংক্রান্ত বিবাদের সংসারে অশান্তি বেড়েই গিয়েছিল। মঙ্গলবার সেই পারিবারিক অশান্তি শুরু হয় বচসা দিয়ে। তারপর গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ফলে মৃত্যু হয়েছিল জামিরুল সেখ (৪১)। এই ঘটনায় পুলিশ তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করে।  

উল্লেখ্য মঙ্গলবার সকালে পারিবারিক বিবাদ থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের কান্দির যশোহরি অনুখা ১ গ্রাম পঞ্চায়েতের মণিগ্রামে। স্থানীয় সূত্রে খবর ১৪ বছর আগে বিবাহ হয়েছিল মণিগ্রামের নুরচাঁদ সেখের সঙ্গে একই গ্রামের সেলিনা বিবির। রাস্তার একহাত যায়গা নূরচাঁদ তার ভাই জামিরুলকে দিয়েছিল যার ফলে দাম্পত্য কলহের জের। এই স্বামী স্ত্রীর ঝগড়া পৌঁছেছিল আদালত পর্যন্ত। 

প্রসঙ্গত নুরচাঁদ সেখ সৌদি থাকেন বাড়ি ফিরে আসার পর সেই কলহ আরও মাথাচাড়া দিয়ে উঠেছিল। মঙ্গলবার নূরচাঁদ সেখের কান্দি কোর্টে আসার কথা ছিল তার আগেই স্ত্রী সেলিনা পক্ষের কিছু লোক আক্রমণ করলে পাড়ার দু'পক্ষের মধ্যে তুমুল মারামারি শুরু হয়েছে যায়। ধারাল অস্ত্র নিয়ে একে অপরের উপরে চড়াও হয় বলে গ্রামবাসীদের দাবি। সংঘর্ষে আহত হন নুরচাঁদের ভাই জামিরুল। তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই উত্তেজিত মানুষজন সেলিনা বিবির বাবার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ জানিয়েছেন সেলিনা বিবি মা লাল চেহরা বিবি এবং সেলিনার বোন সাহিদা বিবিকে গ্রেপ্তার করে বুধবার কোর্টে তোলা হয়েছে। লাল চেহারা বিবি পুলিশ ১০ দিনের পুলিশ হেপাজতে নিতে চাইলে ৪ দিনের অনুমতি পাওয়া যায় এবং সাহিদা বিবি ১৪ দিনের জেল হেপাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন।